এখন সময় মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার

প্রথম আলো প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ০৮:০১

আমার ধারণা ছিল সৃজনশীল মানুষদের কখনো ছুটি হয় না। তাঁদের মাথায় সব সময়ই নতুন নতুন সৃষ্টি খেলা করে। তাঁদের বিশ্রাম নেই, নেই কোনো অবসর। কিন্তু কোথায়? এই যে লম্বা ছুটি, আমরা কেউ কি নতুন কোনো সৃষ্টির কথা ভাবতে পারছি? আমাদের চিন্তা, মনন, মেধা সৃষ্টিশীল মন যেন কালো মেঘে ছেয়ে গেছে।কখনো ভাবতে পারিনি, বিশ্বের প্রতিটি মানুষের মনে এ রকম একদিন একই আতঙ্ক, একই ভয় বিরাজ করবে। এ ক্ষেত্রে ধনী–গরিবের কোনো ভেদ নেই, শিল্পীর কোনো গ্রেড নেই। অহংকার, প্রাচুর্য, মানবিকতা, দয়া শব্দগুলো যেন মিলেমিশে এক হয়ে গেছে। আমরা সবাই এমন এক যুদ্ধে নেমেছি, যেখানে শত্রুকে দেখা যায় না। কখন কোথা থেকে শত্রু এসে আমাকে আক্রমণ করবে, আমি হয়তো বুঝতেও পারব না। মানবজাতি আজ কত অসহায়! পৃথিবী কোথায় চলে গেছে! কত অগ্রসর বিজ্ঞান, কত উন্নত প্রযুক্তি, কোথায় আজ? একটি ভাইরাস লন্ডভন্ড করে দিচ্ছে মানবজাতিকে। এই সময়ে ভীষণ প্রয়োজন সচেতনতা ও মানবতা। এখনকার এই যুদ্ধে এই দুটো জিনিস ভীষণ প্রয়োজন। বিশেষ করে আমাদের দেশটাকে নিয়ে যখন ভাবি তখন মনে হয়, পৃথিবীর উন্নত দেশগুলোতে যদি লাশের মিছিল বড় হতে থাকে, তাহলে আমাদের এই আবেগপ্রবণ জাতির কী অবস্থা হবে! আমাদের দেশের মানুষগুলো অনেক সাহসী এবং সরল। কিন্তু এখন আমাদের সাহস দেখিয়ে কোনো লাভ নেই। এখন যুদ্ধের পদ্ধতি পরিবর্তন করতে হবে। আমাদের সচেতন হতে হবে নিজের জন্য, পরিবারের জন্য ও দেশের জন্য। করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে যথেষ্ট প্রচার–প্রচারণা হচ্ছে। আমরা যদি এখনো সচেতন না হই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের দিকনির্দেশনা যদি মেনে না চলি, তাহলে এই ভাইরাসের ভয়ংকর থাবা থেকে আমাদের মুক্তি নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও