সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২০, ০৩:৪২

সাবেক ভূমিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীতে পুলিশের গার্ড অব অনার, দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, ডিসি কবীর মাহমুদ, এসপি শেখ রফিকুল ইসলাম, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভির ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মী অংশ নেন। শামসুর রহমান শরীফ ডিলু পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবার পাবনা-৫ আসনের এমপি ছিলেন। বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সাবেক এ মন্ত্রী মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনীরোগসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও