নরসিংদীতে কালবৈশাখী ঝড়, দেয়াল ধসে তরুণীর মৃত্যু
নরসিংদীতে কালবৈশাখী ঝড়ে বসতঘরের দেয়াল ধসে পড়ে ইয়াছমিন (১৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এসময় তার দুই বোন রত্না (১৬) ও হাসি (১০) গুরুতর আহত হয়েছে। ইয়াছমিন নরসিংদী শহরের বানিয়াছল বালুরচর এলাকার বাসিন্দা চা বিক্রেতা ইয়াছিন মিয়ার মেয়ে। ইয়াছিন মিয়া জানান, সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে গল্পগুজব করছিলাম। এমন সময় হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হয়। সঙ্গে প্রচণ্ড বাতাস। হঠাৎই বসতঘরের উঁচু দেয়াল ধসে পড়ে। এসময় আমার তিন মেয়ে এর নিচে চাপা পড়ে। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথে ইয়াছমিনের মৃত্যু হয়। এসময় বোন রত্না ও হাসি গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদিকে কালবৈশাখীর ঝড়ে নরসিংদী শহরের বেশ কিছু কাঁচা, আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা ভেঙ্গে রাস্তায় পড়েছে। শহরতলীর বীরপুর, বৌয়াকুড়, হাজীপুর, বানিয়াছল, তরোয়া, ভেলানগর, বাসাইল, বাগদি, চৌয়ালা, শালিধা এবং ব্রাহ্মন্দী এলাকায়ও বেশ কিছু ক্ষয়-ক্ষতি হয়েছে।