![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F02%2Fmisty.jpg%3Fitok%3D4UmZt7Zs)
এবার নিজ গ্রামের অসচ্ছল মানুষের পাশে মিষ্টি
এনটিভি
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ১৭:৪৫
ঢাকায় মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছেন নায়িকা মিষ্টি জান্নাত। চলচ্চিত্র শিল্পী সমিতিতে দিয়েছেন অসচ্ছল শিল্পীদের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এবার নিজের জন্মভূমি খুলনায় অসচ্ছল মানুষের হাতে তুলে দিলেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। মিষ্টি জান্নাতের সঙ্গে রয়েছে তাঁর টিম ‘বিয়িং হিউম্যান ডক্টর গ্রুপ’-এর সদস্যরা। এক হাজার পরিবারকে সহায়তা করেছেন তাঁরা। এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘আমরা খুঁজে খুঁজে দরিদ্র মানুষকেই সহায়তা করছি, যাতে প্রকৃত ভুক্তভোগীদের উপকার হয়। করোনাভাইরাসের কারণে সবাই ঘরে আটকে আছেন। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তারা পড়েছে বিপদে। তাদের সহায়তা করার জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।