বিরল প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ১৭:১৭
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর সর্বশেষ তালিকায় লজ্জাবতি বানরকে (বেঙ্গল স্লো লরিস) সংকটাপন্ন (রেড লিস্ট) প্রজাতি হিসেবে দেখানো হয়েছে। তবে এমন বিরল-বিপন্ন প্রজাতির দেখা মিলেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের পূর্ব সোনাই গ্রামের একটি আকাশমনি বাগানে। গত মঙ্গলবার রাতে স্থানীয়রা বাগানে বানরটি দেখলে উদ্ধার করে বন বিভাগে খবর দেন। পরে উদ্ধার করা সঙ্কটাপন্ন প্রজাতির লজ্জাবতি বানরের স্থান হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। তবে বানরটি সামান্য আহত হলেও চিকিৎসায় এখন মোটামুটি সুস্থ।স্থানীয় সূত্রে জানা যায়, দাঁতমারা ইউনিয়নে একটি আকাশমনি বাগানে এলাকার তরুণরা বানরটি দেখে উদ্ধার করে। গত বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে লজ্জাবতী বানরটি চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।