বলিউডের আলোচিত দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান করোনা মোকাবিলায় দান করেও সমালোচনার মধ্যে পড়েছেন।বলিউড, তামিল, তেলেগু সব ইন্ডাস্ট্রির তারকারাই বড় আর্থিক সহযোগিতা করছেন। তবে কিছু নামী তারকা এ নিয়ে চুপ ছিলেন। দান নিয়ে অনেকেই হাত বা মুখ কিছুই খোলেননি।
সেই তালিকায় ছিলেন সাইফ আলী খান ও কারিনা কাপুরও। তারা দুজনে দেশের প্রধানমন্ত্রীর তহবিল পিএম কেয়ারে আর্থিক সাহায্য করেননি। দুজন ইউনিসেফে টাকা দিলেন।ইনস্টাগ্রামে কারিনা লিখেছেন, ‘এই কঠিন সময়ে আমাদের একসঙ্গে থাকবে হবে। কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে হবে। আমাদের তিনজনের পক্ষ থেকে তাই ছোট প্রচেষ্টা৷ ছোট সাহায্য ইউনিসেফ, গিভ ইন্ডিয়া, আইএএইচভিকে ৷’ মেসেজের শেষে লিখেছেন তিনজনের নাম কারিনা কাপুর খান, সাইফ আলী খান ও তৈমুর (ছেলে)।এদিকে কারিনার পোস্ট সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই এ নিয়ে সমালোচনা চলছে। কেন অনুদানের বিষয় নিয়ে ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম উল্লেখ করেও এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কথা সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
কেউ কেউ বলেছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়ে কেন ভারতকে সাহায্য করছেন না তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.