![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F04%2F02%2Fomarsani.jpg%3Fitok%3DEI-m9Oqo)
ক্ষুধার্ত প্রাণীর পাশে দাঁড়ানোয় জয়া ও নায়লাকে ধন্যবাদ সানীর
এনটিভি
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ১৬:০০
বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক। ভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। বন্ধ হয়েছে দূরপাল্লার গণপরিবহন। ঢাকার রাস্তা একেবারেই ফাঁকা। বন্ধ রয়েছে সাধারণ দোকান, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না কেউ। নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এ অবস্থায় প্রাণীদের অবস্থা হচ্ছে আরো শোচনীয়। এ সময়ে ক্ষুধার্ত প্রাণীর পাশে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন নায়ক ওমর সানী। গত শুক্রবার (২৭ মার্চ) নিজের ফেসবুকে প্রাণীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন সানী। তিনি লেখেন, ‘আপনার আশপাশে থাকা প্রাণীগুলোকে আপনার সামর্থ্য অনুযায়ী কি