You have reached your daily news limit

Please log in to continue


করোনা পরিস্থিতিতে অটিজম শিশুদের প্রতি বিশেষ নজর দিন

করোনাভাইরাস পরিস্থিতিতে অটিজম আক্রান্ত শিশুদের প্রতি বিশেষভাবে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন ডা. সেলিনা সুলতানা। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডিয়াট্রিকস ডিপার্টমেন্টের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত তিনি। জাগো নিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বিশেষ শিশুদের বাবা-মাসহ সবার প্রতি এই পরামর্শ দিয়েছেন। ডা. সেলিনা সুলতানা বলেন, ‘২ এপ্রিল ১৩তম বিশ্ব অটিজম অ্যাওয়ারনেস ডে। এ উপলক্ষে প্রতিটা অর্গানাইজেশন অথবা মেডিকেল কলেজ সেমিনার, কনফারেন্সের আয়োজন করা হয়। কিন্তু এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। কোভিড-১৯ নিয়ে বিশ্বের সবাই অস্থিরতার মধ্যে আছি। সেক্ষেত্রে বিশেষ শিশুদের নিয়ে এত বড় একটি গ্যাদারিং বা অনেক লোক সমাগম আমরা এভয়েড করেছি।’ তিনি বলেন, ‘ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে আমরা একটা চাইল্ড ডেভেলপমেন্ট ক্লিনিক স্থাপন করেছি। আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান স্যারের তত্ত্বাবধানে আছে ডিপার্টমেন্টটা এবং এখানে আমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যারেন্টস কাউন্সিলিং সাইডটা মেইনলি ডিল করছি। আমাদের ক্লিনিক্যাল সাইকলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, নিউট্রিশনিস্ট, সাইক্রিয়াটিস্ট, পেডিয়াট্রিক, নিউরোলজিক্যাল ডিপার্টমেন্টগুলো ইনক্লুড আছে। এবার আমাদের ম্যাসেজটা মেইনলি থাকবে বিশেষ শিশুদের বাবা মাদের প্রতি যে, সন্তানদের একটু স্পেশাল কেয়ার নেবেন করোনাভাইরাসের এই অবস্থায়। বিশ্বের এই ভাইরাস আউট ব্রেকটায় আমরা যেন অস্থির না হয়ে যাই। আমরা যেন, আমাদের বাচ্চাদের ক্ষেত্রে স্পেশাল যত্ন নেয়ার চেষ্টা করি। তাদের খাদ্যতালিকার দিকে একটু যত্ন নিতে হবে। প্রচুর পরিমাণে পানি অর্থাৎ তরলজাতীয় খাবার, ভিটামিন সি জাতীয় খাবার, হেলদি ফুড এবং ফ্রুটস- এগুলো যেন আমরা তাদের খাদ্যতালিকায় রাখি।’ ‘রেগুলার এক্সারসাইজটাকে আমরা বলি, এটা একটু ভালো হয় যদি আমরা তাদের প্র্যাকটিসটা রাখি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন