কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩৫০ মুক্তিযোদ্ধা পরিবারকে খাদ্য সামগ্রী দিলো যুবলীগ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ১৪:৩৮

৩৫০টিরও বেশি মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের সন্তানদের মাঝে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) পুরান ঢাকার কে এম দাস লেন এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা। এতে সহযোগিতা করেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।এসব খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে তিন কেজি করে চাল, এক কেজি করে ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক কেজি লবণ, এক কেজি সয়াবিন তেল। প্রতি প্যাকেটের সঙ্গে আরও দেওয়া হয় একটি ডেটল শাবান, একটি হ্যান্ড সেনিটাইজার, দুটি মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই দুঃসময়ে তাদের পরিবার-পরিজন সন্তানদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সরকারের পাশাপাশি করোনায় কর্মহীন পড়ে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতন থাকার কৌশল শেখানোর চেষ্টা করছি।’

এর আগে রাজধানীর টিকাটুলিসহ বেশ কিছু এলাকায় যুবলীগের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ওষুধ সামগ্রী ও শুকনো খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে যুবলীগ নেতাকর্মীরা লিফলেট, হ্যান্ড সেনিটাইজার,মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও