![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020March/sm/Adam-Schlesinger-bg20200402104935.jpg)
করোনায় এমি ও গ্র্যামি জয়ী সংগীতশিল্পীর মৃত্যু
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ১০:৪৯
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল এমি ও গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী সংগীতশিল্পী অ্যাডাম শেলিংগারের (৫১)। বুধবার (১ এপ্রিল) নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন ধরে কৃত্রিম উপায়ে তার শ্বাস-প্রশ্বাস চলছিল।