বিরল প্রজাতির প্রানী আটক, যা আগে কোনদিন দেখেনি এলাকাবাসী
লোকালয় থেকে এক বিরল প্রজাতির বন্যপ্রাণী আটক করেছে একটি গ্রামের বাসিন্দারা। সুনামগঞ্জের তাহিরপুরের কামড়াবন্ধ গ্রাম থেকে এটিকে আটক করা হয়। আটককৃত প্রাণীটি দেখতে অনেকটা বন বিড়াল বা ভাল্লুকের মতো। এর গায়ের রং ধূসর এবং লম্বায় এটি প্রায় ১০ থেকে ১৬ ইঞ্চি। প্রানীটির পুরো শরীরভর্তি লোম। এমন ধরণের প্রাণী এর আগে কেউ দেখেননি বলে জানান গ্রামটির বাসিন্দারা। বিরল এই বন্যপ্রাণী আটকের খবর পেয়ে আশেপাশের কয়েক গ্রামের উৎসুক মানুষ এটিকে দেখার জন্য ভিড় করে। প্রাণীটির কয়েকটি আচরণ হলো, এটি কলা খায়, কম নড়াচড়া করে এবং মানুষকে আঁকড়ে ধরে থাকে। ওই গ্রামের এক বাসিন্দা জানান, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনজুরুল আলমের পরিত্যক্ত বাড়ির বেল গাছে প্রাণীটিকে দেখতে পায় গ্রামবাসীরা। পরে কয়েকজন মিলে প্রাণীটিকে বেল গাছ থেকে উদ্ধার করে খাঁচার মধ্যে আটক করে রাখে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্যপ্রাণী আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো জানান, প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.