কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউনিভার্সেল মেডিকেলে ফোনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ

সমকাল প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১৮:৫১

দেশের যেকোনও প্রান্তে রোগীদের জন্য মোবাইল ফোনে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। বুধবার থেকে এর মাধ্যমে ০১৭০৫৬৬৬৯৯৯ এই নম্বরে ফোন করলে বিভিন্ন রোগের চিকিৎসা বিষয়ক পরামর্শ ও সেবা পাওয়া যাচ্ছে।রোগীর ফোন পেয়ে একজন চিকিৎসক শুরুতে কথা বলে সমস্যা অনুযায়ী অন্য চিকিৎসকের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছেন। এই সেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আট সদস্যের চিকিৎসকের একটি প্যানেল করেছে। একেক রোগের জন্য একেক বিশেষজ্ঞ চিকিৎসক কথা বলছেন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী সমকালকে জানান, দেশের যেকোনও প্রান্ত থেকে যেকোনও সময় ফোন করলে যে কেউ চিকিৎসা বিষয়ক পরামর্শ ও সেবা নিতে পারবেন। বিভিন্ন ধরনের রোগীর জন্য কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এই কার্যক্রমে অংশ নিচ্ছেন। তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার দায়বন্ধতা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই এখন বিভিন্ন কারণে হাসপাতাল বা চিকিৎসকের কাছে যেতে পারেন না। ‌এই উদ্যোগের মাধ্যমে তাৎকক্ষণিকভাবে ফোনের মাধ্যমে তারা পরামর্শ বা সেবা নিতে পারছেন। মানুষের পাশে দাঁড়ানো; তাদের ব্যথায় ব্যথিত হওয়ার অনুভুতি থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও