‘মিশন এক্সট্রিম’র পর আসছে সানী সানোয়ার ‘চোরের গ্রাম’
‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ঘটে সানী সানোয়ারের। তার লেখা প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটিই সুপারহিট হয়। আসন্ন ঈদুল ফিতরে একই ঘরানার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র মধ্য দিয়ে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার। প্রথমবারের মতো সায়েন্স ফিকশন থ্রিলার গল্প লিখেছেন তিনি। প্রাথমিকভাবে এর নাম রেখেছেন ‘চোরের গ্রাম’। আসছে নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবার কথা রয়েছে জানিয়ে সানী সানোয়ার বলেন, প্রায় পাঁচ বছর ধরে এই গল্পটি নিয়ে কাজ করছিলাম। সময়ের অভাবে এবং অন্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় এতদিন গল্পটি শেষ করতে পারিনি। অবশেষে ফুরসত পাওয়ায় গল্প একেবারে প্রস্তুত করতে পেরেছি। এর ওয়ার্কিং টাইটেল দিয়েছি ‘চোরের গ্রাম’। তবে নামটি পরিবর্তন হবে। তিনি আরো জানান, ২ থেকে ৩টি দেশে শুটিং করার ইচ্ছে আছে সিনেমাটির। আশা করছি সিনেমাটি দিয়ে আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারবো। ‘মিশন এক্সট্রিম’র দুই পর্ব ফায়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে পরিচালনা করলেও বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক থ্রিলারটি সানী সানোয়ার এককভাবে পরিচালনা করবেন। এটি নির্মিত হবে কপ ক্রিয়েশনের ব্যানারে। খুব শিগগিরই শিল্পী নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.