কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালো রাশিয়া

বার্তা২৪ প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১৮:০৫

করোনা মহামারিতে রাশিয়া যুক্তরাষ্ট্রকে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করছে। ফক্স নিউজ জানায়, সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর প্লেনে করে এসব সাহায্য পাঠাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।রাশিয়ান দূতাবাস মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ সংক্রান্ত একটি টুইট করে।টুইটে লেখা ছিল, রাশিয়া একটি প্লেনে করে চিকিৎসা ও নিরাপত্তা সরঞ্জাম যুক্তরাষ্ট্রে পাঠাতে যাচ্ছে।পরে রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাতে রয়টার্স জানায়, বুধবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে গেছে।এদিকে, সোমবার ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বের বেশ কয়েকটি দেশ আমাদের সাহায্য করছে। তাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বেশ উন্নত। এর মধ্যে চীন আমাদের সাহায্য করছে। এছাড়া, রাশিয়া ফ্লাইটবোঝাই করে চিকিৎসা সরঞ্জামাদি পাঠাচ্ছে।করোনা পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এখন যুক্তরাষ্ট্রে। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও