মহামারি করোনভাইরাসের সংক্রমণে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে এখন পর্যন্ত কার্যকর কোন ওষুধ আবিষ্কার হয়নি। হোম কোয়ারেন্টাইনকে প্রতিরোধের উত্তম পন্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে। করোনা প্রতিরোধ নিয়ে গবেষণা চলছে দেশে দেশে। ডায়রিয়া, ঘ্রানশক্তি চলে যাওয়া, খাবরের স্বাদ বুঝতে না পারা, চোখ গোলাপী হয়ে যাওয়া এরকম নানা নতুন নতুন উপসর্গ জেগে উঠছে করোনা সংক্রমণে। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। শ্বাসকষ্ট না হলেও সর্দি, কাশি, জ্বরের সঙ্গে এই উপসর্গগুলি দেখা দিলে চিকিৎসকরে পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সম্পর্কিত খবর অসহায়দের জন্য ৬০ মেট্টিক টন চাল বরাদ্দ দিলেন আলাউদ্দিন নাসিমসিরাজগঞ্জে দুই সরকারি হাসপাতালের ৩০ চিকিৎসক অনুপস্থিতভারতের মাওলানা সাদের বিরুদ্ধে মামলা ডায়রিয়া ডায়রিয়া প্রায় সব দেশের রোগীদের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়ছেন গবেষকরা। স্বাদ এবং ঘ্রানশক্তি হারানো করোনা ভাইরাসে নতুন উপসর্গ এটি। এই উপসর্গ নিয়ে একাধিক করোনা আক্রান্ত রোগী ভর্তি হতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে আমেরিকায় তো এই উপসর্গ অধিকাংশ করোনা আক্রান্ত রোগীর দেখা যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ এবং মৃত্যু হয়েছে আমেরিকাতেই। মৃত্যু হারে চীনকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা। হজম শক্তি কমে যাওয়া করোনা ভাইরাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ হল হজম শক্তি কমে যাওয়া। যারকারণে ডায়রিয়ার উপসর্গ দেখা দিচ্ছে আক্রান্তদের শরীরে। ফলে শরীরে পানি কমে যাচ্ছে। চীনের উহান প্রদেশের করোনা আক্রান্ত রোগীদের এই উপসর্গ বেশি দেখা গিয়েছিল। বিভিন্ন দেশে করোনা আক্রান্ত রোগীদের যে উপসর্গ দেখা দিচ্ছে তার মধ্যে ডাইরিয়া প্রায় সব দেশেই করোনা রোগীদের দেখা দিচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। চোখ গোলাপি হয়ে যাওয়া করোনা সংক্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ হল চোখ গোলাপী হয়ে যাওয়া। তবে এই উপসর্গ খুব কম রোগীর শরীরেই দেখা দিয়েছে। ১ থেকে ৩ শতাংশ করোনা আক্রান্ত রোগীর চোখ গোলাপী হওয়ার প্রবণতা দেখা দিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.