ময়মনসিংহের নান্দাইলে গোয়াল ঘরে আগুন লেগে পাঁচটি গরুর শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নান্দাইলের খারুয়া ইউপির হাটশিরা গ্রামের মতছরুপ আলীর ছেলে কলম উদ্দিনের গোয়াল ঘরে এ আগুন লাগে।