কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বন্ধেও টাকা ধার দেবে কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলো প্রকাশিত: ৩১ মার্চ ২০২০, ১৯:৫৪

সরকারঘোষিত সাধারণ ছুটির মধ্যে ব্যাংকগুলোকে টাকা ধার (রেপো) দেবে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকগুলোও নিজেদের মধ্যে টাকা ধার (কল মানি) নিতে পারবে।আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি দিয়েছে সরকার। এর মধ্যে গত ২৮ মার্চ থেকে সীমিত আকারে ব্যাংক সেবা চালু রয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টাকা জমা, উত্তোলনসহ কিছু সেবা চালু রয়েছে। এ জন্য নতুন করে কেন্দ্রীয় ব্যাংক তারল্য জোগানের সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্ভাব্য তারল্যঝুঁকি ব্যবস্থাপনার জন্য সীমিত আকারে পুনঃক্রয় চুক্তি ব্যবস্থা বা রেপো এবং আন্তব্যাংক কল মানি মার্কেট চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য আগ্রহী ব্যাংকগুলো প্রয়োজনীয় ফরম পূরণ করে বিধি মোতাবেক দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সিকিউরিটিজ শাখায় রেপোর দরপত্র দাখিল করবে। একই সময়ে কল মানি মার্কেটে অংশ নেওয়া ব্যাংকগুলো তাদের লেনদেনের বিবরণী যথা নিয়মে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগে পাঠাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও