![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/31/ac3cf8c0e6d366e2f593db5263d7aafc-5e83265a293be.jpg?jadewits_media_id=1522098)
পদ্মা সেতুর সব শেষ পিয়ারের কাজ শেষ হচ্ছে আজ
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মার্চ ২০২০, ১৭:১৪
৯ দশমিক ৩০ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার অংশ নদীর ওপর। নদীর এই অংশে ৪২টি পিয়ার (খুঁটি) থাকবে। এর মধ্যে আজ মঙ্গলবার সবশেষ পিয়ারের নির্মাণকাজ শেষ হবে। সব মিলিয়ে মূল সেতুর ৮৬ দশমিক ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের বলেন, আজ দুপুর ১২টা থেকে পদ্মা সেতুর ২৬ নম্বর পিয়ারের সর্বশেষ ৪২তম পিয়ারের (পি-২৬) কংক্রিটিংয়ের কাজ শুরু হয়েছে। আজ রাত ১০টার দিকে কংক্রিটিংয়ের কাজ শেষ হবে। এর মধ্য দিয়ে সব পিয়ারের কাজ সম্পন্ন হবে। এখন থেকে স্প্যান, রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব বসানোসহ আনুষঙ্গিক কাজ চলবে।