মুরগি ৪৪ টাকা, ডিম ৫ আর বাচ্চা শূন্য
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মার্চ ২০২০, ১৫:৫৭
কিছুদিন আগেও খামার থেকে একেকটি ডিম ৮ টাকা দরে বিক্রি করেছেন গাজীপুরের শ্রীপুরের খামারি খন্দকার মো. মহসিন। এখন সেই একই ডিম বিক্রি হচ্ছে প্রতিটি সোয়া ৪ থেকে সোয়া ৫ টাকা দরে। টাঙ্গাইলের সখীপুরের কালিদাস গ্রামের তরুণ খামারি সাইফুল ইসলাম এক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগি বিক্রি করছেন কেজিপ্রতি ৪৪ থেকে ৫৫ টাকা দরে। তিনি বলেন, মুরগি কেউ নিতেই চায় না। যার কাছ থেকে যা পাই, সেই দামে বিক্রি করি।