লকডাউনের সুযোগে ভ্যান গগের ছবি চুরি
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মার্চ ২০২০, ১৩:০৪
বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম গতকাল সোমবার চুরি গেছে। করোনাভাইরাসের কারণে লকডাউনে বন্ধ করে দেওয়া জাদুঘর থেকে এটি চুরি যায়। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়। চুরি যাওয়া চিত্রকর্মটির নাম 'পারসোনেজ গার্ডেন অ্যাট নিউনেন ইন স্প্রিং'। এটি ভ্যান গগ আঁকেন ১৮৮৪ সালে। এটি তাঁর শিল্পী জীবনের শুরুর দিকে আঁকা ছবি। এর আনুমানিক মূল্য ৬৬ লাখ ডলার বলে জানিয়েছেন ডাচ শিল্প...