![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/31/3af18c93cbab51bfc517180b75a60d9e-5e82e5b8358b9.jpg?jadewits_media_id=1522007)
গোপনে ধারণ করা ভিডিওতে ভাইরাল আলিয়া-রণবীর
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মার্চ ২০২০, ১২:৩৭
২১ দিনের লকডাউনে সাধারণ মানুষের সঙ্গে ঘরে ঢুকে পড়েছেন বলিউড তারকারা। অবশ্য তাঁরা বেশি সচেতন, আর শুটিং বন্ধ থাকায় লকডাউনের আগে থেকেই ঘরে অবস্থান করছেন। লকডাউনে একসঙ্গেই থাকছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বাড়ির ছাদ বা আশপাশ থেকে পাপারাজ্জির ক্যামেরায় গোপনে ধারণ করা ভিডিও ভাইরাল ভায়ানির মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
- ট্যাগ:
- বিনোদন
- ভাইরাল
- গোপন ভিডিও
- আলিয়া ভাট
- রণবীর কাপুর
- ভারত