![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/31/2034d06fc0dc8c09271a5dafb0eea42f-5e82d80facf06.jpg?jadewits_media_id=1521988)
দেশের শাড়ি দেশের অনুষঙ্গ
প্রথম আলো
প্রকাশিত: ৩১ মার্চ ২০২০, ১১:৩৬
করোনা মহামারির এই দুঃসময়ে শারীরিক সুস্থতার জন্য বাড়িতে থাকা জরুরি। এ সময়ে মনকেও রাখতে হবে সুস্থ ও সজীব। বাড়িতে থাকার সময়টায় মনের খোরাক জোগাতে সাজানো হয়েছে নকশা। সময়টা ঘরে থাকার; নিজেকে এবং পরিবারের সদস্যদের নিরাপদে রাখার। কিন্তু একদিন নিশ্চয়ই কেটে যাবে দুঃসময়। যখন বাইরে যাবেন, তখন দেশি শাড়ি আর দেশীয় অনুষঙ্গ প্রাধান্য পাক আপনার সাজে। ঘরে বসে এখন শুধু তথ্য জানা আর ছবি দেখা। গামছা নকশার সুতি...