![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/default.jpg)
জেট ফুয়েলের গড় দামে বড় পতন
বণিক বার্তা
প্রকাশিত: ৩১ মার্চ ২০২০, ০১:১১
দরপতনের মধ্য দিয়ে বছর শুরু করেছিল জেট ফুয়েলের আন্তর্জাতিক বাজার। গত মাসে জ্বালানি পণ্যটির গড় দামে আরো বড় পতন দেখা দিয়েছে। এ সময় আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের গড় দাম জানুয়ারির তুলনায় ১৫ শতাংশের বেশি কমেছে। মূলত বছরের শুরু থেকে নভেল করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে মানুষের যাতায়াত স্থবির হয়ে পড়ায় জ্বালানি পণ্যটির চাহিদা ও বেচাকেনা কমে গিয়ে দরপতন ঘটেছে। খবর অয়েলপ্রাইসডটকম।