![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F03%2F30%2Fthai-king.jpg%3Fitok%3DJyvqUMwp)
২০ ‘হারেম সুন্দরী’ নিয়ে সেলফ আইসোলেশনে থাই রাজা
এনটিভি
প্রকাশিত: ৩০ মার্চ ২০২০, ১০:৩৫
করোনার থাবা থেকে রেহাই পাচ্ছেন না কেউ। থাইল্যান্ডে এখন পর্যন্ত এক হাজার ৩৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের। বিশ্ব গণমাধ্যমে খবর আসছে, সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী ও রাজা-মহারাজারাও আক্রান্ত হচ্ছেন। এরই মধ্যে থাই রাজা মহা ভাজিরালংকর্ন জার্মানিতে এক বিলাসবহুল হোটেলে ‘সেলফ আইসোলেশনে’ অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন তাঁর ২০ উপপত্নী, যাঁদের হারেম সুন্দরী বলা হয়ে থাকে। এ ঘটনায় থাইল্যান্ডজুড়ে অনলাইন-অফলাইনে সমালোচনার ঝড় উঠেছে। জার্মান ট্যাবলয়েড বিল্ড-এর বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, ৬৭ বছর বয়সী থাই রাজার কর্মচারীদের সঙ্গে ২০ জন হারেম
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সুন্দরী
- রাজা
- আইসোলেশন
- থাইল্যান্ড