ফরিদপুরের আলফাডাঙ্গায় টগরবন্দ ইউনিয়নের টিটা, টিটা-পানাইল, রায়ের পানাইল, শিকারপুর, ইকড়াইল ও কুমুরতিয়া গ্রামের প্রায় ১২ হাজার মানুষ উপজেলার মূল ভূখণ্ড থেকে নদী কারণে বিচ্ছিন্ন ছিল। বংশ পরম্পরায় তাদের বছরের পর বছর নৌকায় পারাপার হতে হয়েছে। অনেক সময় বৈরি আবহাওয়ায় বন্ধ হয়ে যেত নৌকা। এবার সেই কষ্ট লাঘব হলো তাদের। এলাকাবাসীর নিজস্ব অর্থে নির্মিত হলো ভাসমান সেতু। শনিবার বিকেলে মানুষের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভাসমান সেতুটি। টগরবন্দ ইউপি চেয়ারম্যান ইমাম হাচান শিপন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উন্মুক্ত করেন টিটা ভাসমান সেতু। চেয়ারম্যান জানান, এলাকার বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে সেতুটি উদ্বোধন করার কথা থাকলেও বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলার বদ্বীপে অবস্থিত এই এলাকার মানুষ আজন্ম দুর্ভোগ থেকে রেহাই পেতে স্বেচ্ছায় ৭০ লাখ টাকা দিয়ে তহবিল গঠন করে নির্মাণ করেছে টিটা ভাসমান সেতু। এই সেতুর দৈর্ঘ প্রায় ৯০০ ফুট, প্রস্থ ১২ ফুট। ২৫০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন প্রায় ৯০০টি ড্রাম এবং ৬০ টন স্টিল দিয়ে নির্মাণ করা হয়েছে এই সেতু। সেতু দিয়ে তিন টন ধারণক্ষমতা ছোট আকারের যানবাহন চলাচল করতে পারবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.