ডিএনসিসির পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীরা পেলেন মাস্ক-গ্লাভস-জুতা
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিত মোকাবিলায় নানা উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উদ্যোগগুলোর পাশাপাশি পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীদের মাঝে গ্লাভস, মাস্ক, বুট জুতা বিতরণ করা হয়েছে ডিএনসিসির পক্ষ থেকে। রাজধানীর উত্তরা এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীদের মাঝে এসব বিতরণ করা হয়। গ্লাভস ও মাস্ক ৪৩৮টি, বুট জুতা ৪৭ জোড়া। আর কুয়েত-মৈত্রী হাসপাতালের কাছাকাছি যাদের কাজ করতে হয় তাদের মাঝে ১৫টি পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের দৈনিক কার্যক্রমের অংশ হিসেবে রোববারের ৮টি পানির গাড়িতে মোট ১১ বার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক তরল ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও উন্মুক্ত স্থানে ছিটানো হয়। জীবাণুনাশক ছিটানোর স্থানগুলোর মধ্যে রয়েছে- শেওড়া ও সংলগ্ন এলাকা, মিরপুর সেকশন ১০, ১৩, ১৪ ও সংলগ্ন এলাকা, কাফরুল, ইব্রাহিমপুর ও সংলগ্ন এলাকা, টেকনিক্যাল মোড়, সনি সিনেমা হল, রাইনখোলা, চিড়িয়াখানা রোড, কমার্স কলেজ ও সংলগ্ন এলাক, মোহাম্মদপুর টাউনহল, রায়েরবাজার ও সংলগ্ন এলাকা, মধুবাগ, মগবাজার, খিলগাঁও ও সংলগ্ন এলাকা, কলেজগেইট, তেজগাঁও, নতুনবাজার, ১০০ ফুট ভাটারা সড়ক ও সংলগ্ন এলাকা। ৮টি পানির গাড়ির মাধ্যমে আজ মোট ১ লাখ ১০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির ১৬ লাখ ৫০ হাজার বর্গফুট এলাকায় ছিটানো হয়। এছাড়া প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে, মসজিদের সামনে মশক নিধনকর্মীরা হ্যান্ড স্প্রে ও হুইল ব্যারো মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.