বনরুই থেকে করোনা ছড়িয়েছে: ন্যাচার জার্নাল
প্রথম আলো
প্রকাশিত: ২৯ মার্চ ২০২০, ১৮:২৫
চীনে পাচার হওয়া মালয় প্রজাতির বনইরুয়ের মধ্যে করোনাভাইরাসের দুটি ধরনের উপস্থিতি পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাসের সঙ্গে সঙ্গে মিল আছে মানুষের শরীরে পাওয়া ‘কোভিড ১৯’ এর। হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।বনরুই পৃথিবীর সবচেয়ে বেশি চোরাই পথে পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণীর মধ্যে একটি, জড়িবুটি ওষুধ তৈরিতেও এটি ব্যবহার হয়ে থাকে। হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. টমি ল্যাম বিবিসিকে বলেন, রাই পথে আসা মালয় প্রজাতির বনরুইয়ে এ ভাইরাস পাওয়া যাবার পর এই প্রশ্নটাও উঠছে যে, এই প্রজাতির বনইরুয়ের দেহেই বা ভাইরাস ঢুকলো কীভাবে? সেটা কি পাচারের সময় আশপাশে থাকা বাদুড় থেকে এসেছিল-নাকি দক্ষিণ পূর্বএশিয়ায় তাদের যে প্রাকৃতিক আবাসস্থল সেখানেই ঘটেছিল?