কুমিল্লার স্বাস্থ্য বিভাগ ও সাংবাদিকদের জন্য সুরক্ষা সরঞ্জাম প্রদান
করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসক ও সাংবাদিকদের সুরক্ষার জন্য সরঞ্জাম প্রদান করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক। আজ রবিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মো.মুজিবুর রহমানের হাতে ১০০ এবং জেলা সিভিল সার্জন ডা.মো.নিয়াতুজ্জামানের হাতে ১০০ পিপিই তুলে দিয়েছেন তিনি। এসময় চিকিৎসকদের জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভসও প্রদান করেন।
এদিকে, কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের প্রায় ৩০০ জনের জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন দেলোয়ার হোসেন ফারুক। এসব সরঞ্জাম সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ হ ম আহসান উদ্দিন টুটুলসহ অন্যান্যরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.