ঢাকায় পৌঁছেছে জ্যাক মা’র সাহায্য
করোনাভাইরাস মোকাবিলায় চীনের বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা'র প্রতিষ্ঠাতা জ্যাক মার সাহায্য ঢাকায় এসে পৌঁছেছে।এসব সাহায্য নিয়ে রোববার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে একটি কার্গো উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসব সহায়তা গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।এ সময় উপস্তিত ছিলেন ঢাকায় চীনের দূতাবাসের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, করোনা মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া ৩ লাখ পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক বাংলাদেশে এসেছে।এর আগে, জ্যাক মা এক টুইটে জানান, এবার বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট আর সুরক্ষা পোশাক অনুদান দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তা পোশাক ও ভেন্টিলেটর এবং থার্মোমিটার পাঠানো হচ্ছে।তিনি আরও জানান, চীনের প্রতিবেশী দেশ আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় এসব সরঞ্জাম পাঠানো হচ্ছে।