কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা মোকাবিলায় ৪ দেশের ‘ম্যাজিক’

প্রথম আলো প্রকাশিত: ২৯ মার্চ ২০২০, ১২:১৬

কোভিড-১৯ সারা বিশ্বকে থমকে দিয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর শীর্ষ নেতারা গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের এক শীর্ষ সম্মেলনে অংশ নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক কোভিড-১৯ মোকাবিলায় চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরের অভিজ্ঞতার প্রশংসা করেছেন। এই চার দেশের শীর্ষ নেতার বক্তৃতা সংক্ষেপে তুলে ধরা হলো। চীন: প্রথম দিন থেকেই সুনির্দিষ্ট পদক্ষেপসি চিন পিং, প্রেসিডেন্ট, চীনকোভিড–১৯-এর সংক্রমণ আমাদের সবাইকে অবাক করে দিয়েছিল। দুঃসাধ্য পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে চীনের সরকার ও জনগণ ঘাবড়ায়নি। ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম দিন থেকেই আমরা জনগণের জীবন ও তাদের স্বাস্থ্যের বিষয়টিতে অগ্রাধিকার দিয়েছি। আত্মবিশ্বাস, ঐক্যকে সুসংহত করা, বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ ও রোগ নিরাময় এবং সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেছি। সারা দেশের জনগণকে সঙ্গে নিয়ে সামগ্রিক নিয়ন্ত্রণ ও চিকিৎসার ব্যবস্থা করে খোলামনে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। আমাদের লড়াইটা ছিল সংক্রামকের বিরুদ্ধে জনযুদ্ধ। আমাদের অনেক বেশি সংগ্রাম এবং যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। সংক্রামকের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের সবচেয়ে কঠিন সময়ে বিশ্ব সম্প্রদায়ের অনেক সদস্যের সাহায্য–সহযোগিতা পেয়েছে চীন। চীনের জনগণ সব সময় এটা মনে রাখবে। আমরা যখন কথা বলছি, তখন কোভিড–১৯–এর সংক্রমণ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে জীবন ও স্বাস্থ্যের জন্য ব্যাপক ঝুঁকি তৈরি করেছে। এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একসঙ্গে কাজ করা জরুরি। এ জন্য আমি চারটি প্রস্তাব করছি। প্রথমত, কোভিড–১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে আমাদের দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও