You have reached your daily news limit

Please log in to continue


বড় লোকের বিটি লো; মূল শিল্পীকে অসম্মান করায় বিতর্কিত বাদশা

সোশ্যাল মিডিয়া খুললেই র‍্যাপার বাদশার সঙ্গে পায়েল দেব এর গাওয়া 'বড়োলোকের বিটি লো' গানটি শুনে কান ঝালাপালা হওয়ার জোগাড়। গানের নাম দেওয়া হয়েছে 'গেন্দা ফুল'। বাংলা গানের সঙ্গে পাঞ্জাবি ঢুকিয়ে নতুন করে গানটি কম্পোজ করা হয়েছে। গানের মিউজিক ভিডিওতে কোমর দোলাতে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। আর বাদশা ও পায়েল দেবের গাওয়া এই গান নিয়েই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। সমস্যা র‍্যাপার বাদশা ও পায়েল দেবের গান গাওয়া নিয়ে নয়, গানের মূল উৎসের কথা স্বীকার না করা নিয়ে। ইউটিউবে একটি ভালো করে খেয়াল করলেই দেখা যাবে গানের বিবরণীতে গানের কথায় বাদশার নাম লেখা। কোথাও বহু পুরনো এবং জনপ্রিয় বাংলা গানের উৎসের কথা স্বীকার করা হয়নি। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। অভিযোগ, এমন কালজয়ী গানের যিনি স্রষ্টা, সেই শিল্পী অনেকের অবহেলার মধ্যে বিস্মৃতই রয়ে গেলেন। আর তার গান নিয়ে যা খুশি তাই করে ব্যবসা করে চলেছে অনেকে। অথচ সেই রতন কাহার তার প্রকৃত সম্মান পেলেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন