বলিউডের পর এবার জেমস বন্ডের তালি
২২ মার্চ বিকেল পাঁচটায় পাঁচ মিনিট ধরে তালি দিয়েছে হোম কোয়ারেন্টিনে থাকা ভারতবাসী। বাদ যাননি বলিউড তারকারা। তাঁরাও পরিবার নিয়ে ঘণ্টা, শাঁখ, প্লেট, চামচ বাজিয়ে, হাততালি দিয়ে আওয়াজ করে ধন্যবাদ জানিয়েছেন। কাদের জানানো হয়েছে? পৃথিবীর এই দুঃসময়ে যেসব ডাক্তার, নার্স, পুলিশ, স্বেচ্ছাসেবক ও প্রশাসনের ব্যক্তি, যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন করোনা–আক্রান্ত ব্যক্তিদের। এই মানুষেরা নিরলস চেষ্টা করে যাচ্ছেন যাতে অন্যরা করোনামুক্ত থাকে। এবার ইংল্যান্ডও তিন দিনের লকডাউনের শুরুতে মানুষকে শক্তি আর সাহস জোগাতে, সেই সঙ্গে চিকিৎসকসহ সেবাদানকারীদের ধন্যবাদ জানাতে হাততালি দিলেন। অবশ্য বলিউড তারকাদের মতো অত হইহুল্লোড় হয়নি। জেমস বন্ড–খ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেগকেও দেখা গেল বারান্দা থেকে হাততালি দিতে। সঙ্গী ছিলেন জীবনসঙ্গী র্যাচেল ভাইস। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জেমস বন্ডের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই ভিডিও টুইট করা হয়েছে বৃহস্পতিবার রাতে।বাদ যায়নি ব্যাকহাম পরিবার। ডেভিড ব্যাকহাম, ভিক্টোরিয়া ব্যাকহাম লকডাউনে ২৬ মার্চ সন্ধ্যায় তাঁরাও হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন দেশের সেই সব মানুষকে, যাঁরা করোনার চেইন ভাঙতে যুদ্ধ করছেন প্রতিনিয়ত।