You have reached your daily news limit

Please log in to continue


নড়িয়ায় হতদরিদ্রদের মা‌ঝে বিএন‌পির খাদ্য সামগ্রী বিতরণ

শরীয়তপু‌রে করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শ‌নিবার বেলা ১২টার দি‌কে জেলার ন‌ড়িয়া উপ‌জেলা ঘ‌ড়িষার ইউ‌নিয়‌ন বিএন‌পির সা‌বেক চেয়ারম্যান প্রার্থী ম‌তিউর রহমান সাগ‌রের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঘড়িষার ইউ‌নিয়‌নের ৯টি ওয়া‌র্ডে ২১৬টি প‌রিবা‌রের মা‌ঝে চাল, ডাল, তৈল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ সামগ্রী বিতরণ কা‌জে সহ‌যো‌গিতা ক‌রেন, স্থানীয় বিএনপি নেতা সেকান্দার হাওলাদার, আমিনুর রহমান আমিন, আজিজুর রহমান হরমুজ মুন্সী, দেলোয়ার হোসেন মাঝী, চান শরীফ ( চান্দু হাওলাদার), ইউ‌নিয়ন যুবদল নেতা জাহাংগীর রাড়ী, ছাত্রদল নেতা ইমরান সরদার, বিএনপি নেতা রাজ্জাক মালত ও সবুজ মাঝী, মফিজুর রহমান কিরন, ঘ‌ড়িষার ইউ‌পি সদস্য সোহাগ মাঝী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন