শর্ত সাপেক্ষে হোটেল ও বেকারি খোলা থাকবে: ডিএমপি
‘ঢাকায় শর্ত সাপেক্ষে খোলা থাকবে হোটেল ও বেকারি। তবে হোটেলে বসে কেউ খাবার গ্রহণ করতে পারবে না, শুধু পার্সেল নেয়া যাবে।’ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের কাছে এমন বার্তা দিয়েছেন। শনিবার রাজধানীর শাহ আলী থানার ওসি সালাউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিএমপি কমিশনার আমাদের এই নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশে হোটেল ও বেকারির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের স্বাধীনভাবে চলাফেরা করার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া হোটেল ও বেকারি খোলা থাকলেও খাবার তৈরির প্রক্রিয়াটি স্বাস্থ্যসম্মতভাবে হচ্ছে কিনা, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে করোনাভাইরাসের সংক্রমণরোধে গত বুধবার থেকে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ জারি করে সরকার। এজন্য আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ করা হয়েছে সরকারি অফিস। স্কুল বন্ধ ঘোষণা করা হয় ৯ এপ্রিল পর্যন্ত। জনসাধারণের ও গনপরিবহনের চলাচল এবং দোকানপাট খোলা রাখার বিষয়েও কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে কাচাবাজার, ওষুধের দোকান, মুদি দোকান ও সুপারশপ। কিন্তু রাজধানীতে অনেকেই মেসে থাকেন। অনেকের বাসায় রান্নার কোনো ব্যবস্থা নেই। তাদের কথা বিবেচনা করে নিষেধাজ্ঞার বাইরে সংযুক্ত করা হয়েছে হোটেল ও বেকারি।