করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য ৩০০ পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও দুই হাজার মাস্ক দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শনিবার হাসপাতালের পরিচালক আব্দুল গণি মোল্লার হাতে এই চিকিৎসা সরঞ্জাম তুলে দেন সংগঠনের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা। রানা জানান, করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসকরা ঝুঁকিতে রয়েছেন। তাই তাদের নিরাপত্তার জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.