গাজীপুরের শ্রীপুরের ছাপিলাপাড়া এলাকার লাক্সমা নিটওয়্যার কারখানা শ্রমিকদের বিক্ষোভের মুখে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। কারখানার শ্রমিকদের দাবি, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সবকিছু যখন বন্ধ, তখন তাদের কারখানায় কাজ চলছিল। এ সময়ে কারখানায় যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। বারবার তাঁরা কর্তৃপক্ষকে বিষয়টি বলে। কারখানাটি বন্ধ করে দেওয়ার দাবি জানায়। কিন্তু আজকে পর্যন্ত সেটি বন্ধ না করায় তাঁরা আন্দোলনে যাযন। কারখানার কর্মী নাজমা আক্তার বলেন, 'আন্দোলন কইরা ছুটি নিতে হইছে। আমগর জীবনের কি মূল্য নাই? সবাই ছুটিতে নিরাপদে আছে। অথচ আমরা ছুটি পাইনি।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.