![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F03%2F28%2Fmalayasia_pic.jpg%3Fitok%3DogbrJ4pu)
মালয়েশিয়ার রাজা-রানি ‘হোম কোয়ারেন্টিনে’
এনটিভি
প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৫:৪৫
মালয়েশিয়ার রাজপ্রাসাদে (ইস্তানা নেগারা) হানা বসিয়েছে করোনাভাইরাস। এরই মধ্যে সেখানকার সাত কর্মী আক্রান্ত হয়েছেন বলে রাজপ্রাসাদের সূত্রে জানা গেছে। এর পর পরই দেশটির রাজা ও রানি ‘হোম কোয়ারেন্টিনে’ গেছেন বলে জানিয়েছে সূত্রটি। দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ এবং তাঁর স্ত্রী রানি টুঙ্কু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াহর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও সতর্কতা হিসেবে ১৪ দিনের জন্য ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে বলে রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে, রাজপ্রাসাদের সংক্রমিত সাত কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, তাঁরা এই সংক্রমণের উৎস জানার চে