লকডাউন আইসোলেশন কোয়ারেন্টাইন নিয়ে ইসলামের দিকনির্দেশনা
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস ব্যাধিতে পুড়ছে সারাবিশ্ব। ২৭ হাজার ৩৭১ জন মানুষ মারা যাওয়ার এ পরিসংখ্যানই বলে দিচ্ছে বিশ্বব্যাপী মহামারি করোনার প্রভাব কীভাবে ছড়িয়ে পড়ছে। ৫ লাখ ৯৭ হাজার ৬০৭ জন ভাইরাসে আক্রান্ত হলেও ১ লাখ ৩৩ হাজার ৩৭৭ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। মহামারি কোভিড-১৯ এর তাণ্ডবে বিশ্বব্যাপী অনেক দেশে চলছে লকডাউন। অনেকেই মেনে চলছে আইসোলেশন ও কোয়ারেন্টাইন পদ্ধতি। যাতে প্রাণঘাতী এ ব্যাধিতে নতুন করে আর কেউ আক্রান্ত না হয়। কিন্তু মহামারিতে গ্রহণ করা পদ্ধতি লকডাউন, আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইন সম্পর্কে ইসলামের দিকনির্দেশনা কী? লকডাউন, আইসোলেশন ও কোয়ারেন্টাইনকে অনেকেই আল্লাহর ভয় ও ভরসার প্রতিবন্ধক হিসেবে দেখছেন। প্রকৃতপক্ষে ইসলামের আলোকে এগুলোকে আল্লাহর সঙ্গে প্রতিবন্ধকতার হিসেবে দেখার কোনো সুযোগ নেই। কেননা আল্লাহ তাআলার হুকুম ও ইচ্ছা ছাড়া যেমন কিছু হয় না। আবার প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহর সুন্দর ব্যবস্থাপনা মেনে নিজেদের পরিচালিত হওয়াও জরুরি। কেননা আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সবকিছুই সুন্দর নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে পরিচালিত।