পারিবারিক কবরস্থানে সমাহিত সানাউল্ল্যাহ মিয়া
এনটিভি
প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৫:০৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে নরসিংদীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর জানাজা শেষে নরসিংদীর শিবপুর থানার দক্ষিণ কারারচর গ্রামের পারিবারিক কবরস্থানে সানাউল্লাহ মিয়ার দাফন সম্পন্ন হয়। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রাজধানী ধানমণ্ডির গণস্বাস্থ্য হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে সানাউল্লাহ মিয়া কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। রাতেই তাঁর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। গতকাল রাতে সানাউল্লাহ মিয়ার সহকারী আইনজীবী হান্নান ভূঁইয়া এনটিভি অনলাইনকে জানিয়েছি