করোনা চিকিৎসায় দেশে পর্যাপ্ত ‘ওষুধ’ রয়েছে
বার্তা২৪
প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১২:৫৬
করোনার নিশ্চিত ওষুধ হিসেবে স্বীকৃত না হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল ট্রিটমেন্টে রয়েছে ম্যালেরিয়া জ্বরে প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন। বাংলাদেশেও এই ওষুধ ক্ষেত্র বিশেষে ব্যবহৃত হচ্ছে এবং ওষুধের পর্যাপ্ত যোগান রয়েছে বলে জানিয়েছেন সেন্ট্রাল মেডিসিন স্টোরস ডিপো এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ।
ব্রি.জে. শহীদুল্লাহ শনিবার (২৮ মার্চ ) সকালে বার্তা২৪.কম-কে বলেন, যেখানে করোনা আক্রান্ত রোগী রয়েছেন, সেখানে বিশেষ অবস্থায় এই ওষুধ ব্যবহার করা হচ্ছে। এটি যে করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রতিষেধক, বিষয়টি এমন নয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসে আক্রান্তদের যে চিকিৎসার যে প্রটোকল পাঠিয়েছে, সেখানে এই ওষুধ ব্যবহারের পরামর্শও দেয়া হয়েছে। বাংলাদেশে যেহেতু ওষুধটি পর্যাপ্ত রয়েছে, সেহেতু আমরা সেটি মজুদ করছি।