সদ্যোজাত ৩ শিশু করোনায় আক্রান্ত
প্রাণঘাতী করোনায় আকান্ত হয়েছে চীনে তিন সদ্যোজাত শিশু। তবে চিকিৎসকরা মনে করছেন সম্ভবত তাদের মায়েদের শরীর থেকেই তাদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে। ‘জামা' নামের এক জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও গর্ভবতী মহিলাদের শরীরেও কোভিড-১৯ সংক্রমণ দেখা গেছে। উহান শিশু হাসপাতালের একদল গবেষকদের দাবি, ১৯ জন করোনা আক্রান্ত মায়েদের থেকে জন্ম নেওয়া সদ্যোজাত শিশুদের উপরে এই গবেষণা চালানো হয়েছে। এর আগে কোনও সমীক্ষায় সদ্যোজাতদের শরীরে সংক্রমণ নিয়ে তথ্য মেলেনি। সব মিলিয়ে ৩৩টি করোনা আক্রান্ত মায়েদের থেকে জন্ম নেওয়া শিশুদের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, তিনজন শিশুর শরীরে রয়েছে কোভিড-১৯ সংক্রমণ। সমীক্ষা থেকে দেখা গেছে, সবচেয়ে সাধারণ যে উপসর্গটি দেখা গিয়েছে তা হল শ্বাসকষ্ট। সমীক্ষা থেকে আরও জানা গিয়েছে, ওই তিন শিশুই সিজারিয়ান পদ্ধতিতে জন্ম নেওয়া শিশু। কোনও শিশুরই জীবনহানি হয়নি। গবেষকরা জানিয়েছেন, ডেলিভারির সময়ে সংক্রমণ নিয়ন্ত্রণের কড়া ব্যবস্থা নেওয়া হয়।