টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ গেল ৪ জনের

সমকাল প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ০৯:০৪

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে এসব ঘটনা ঘটে।
এর মধ্যে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান প্রবেশকালে টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন জন নিহত হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার রাতে সীমান্তের টেকনাফ লেদার ছ্যুরিখাল এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি বলছে, তারা তিনজনই মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নিয়ে আসছিল। শনিবার সকালে এসব তথ্য নিশ্চত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, শুক্রবার রাতে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশ করছে, এমন গোপন সংবাদের খবরে বিজিবির একটি বিশেষ টিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার ছ্যুরিখাল নামক এলাকায় নিকটস্থ নাফনদী এলাকায় অবস্থান নেয়। এসময় একটি নৌকায় ৪-৫ জন লোক ওই এলকা দিয়ে প্রবেশ করে। তাদের দেখে সন্দেহ হলে চ্যালেঞ্জ করলে বিজিবি'র উপস্থিতি টের পেয়ে স্বশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বিজিবির তিন সদস্য আহত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও