![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-74855970,width-1200,height-630,resizemode-4/year-ender-poll.jpg)
কেন্দ্রের করোনা তহবিলে ১৩ লক্ষ কর্মীকে একদিনের বেতন দিতে বলল রেল
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ০৫:৩৭
nation: করোনা মোকাবিলায় জাতীয় স্তরে ত্রাণ তহবিল গড়ে তুলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর সেই তহবিলে সমাজের নানা স্তর থেকে দান আসেছে। বিভিন্ন ক্ষেত্রের সেলেব, শিল্পপতি থেকে সাধারণ মানুষ-- সকলেই এগিয়ে আসছেন। রেলকর্মীদেরও একদিনের বেতন দিতে বলল রেল বোর্ড।