আমেরিকায় মোমবাতি নিয়ে কাড়াকাড়ি!
প্রথম আলো
প্রকাশিত: ২৭ মার্চ ২০২০, ১৮:৪৩
মোমবাতি আমাদের সবার কাছে অতি পরিচিত একটি নাম। আধুনিক বিজ্ঞানের যুগেও মোমবাতির কদর এতটুকু কমেনি। বাংলাদেশের অব্যাহত লোডশেডিংয়ের জাঁতাকলে পিষ্ট আধুনিক সুসভ্য শহরবাসীর জীবনে যখন অন্ধকার নেমে আসে, তখন মোমবাতিই পরম বন্ধুর মতো আমাদের আলো দেয়। শুধু বাংলাদেশ বলছি কেন, লোডশেডিংয়ের কবলে পড়লে সারা বিশ্বেই মোমবাতিই একমাত্র ভরসা। তাই শুধু গৃহবাসী নয়, দোকানি বা ব্যবসায়ীদের কাছেও এটি খুব দরকারি ও প্রিয় একটি...