প্রবাসীদের ট্রলার ভেবে ইটপাটকেল, জখম ৪
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ২৭ মার্চ ২০২০, ১৭:৩৫
                        
                    
                ট্রলারে নারায়ণগঞ্জ থেকে বরিশালের বানারীপাড়ায় ফিরছিলেন ৩০–৩৫ জন। কয়েকজনের সঙ্গে ছিল টেলিভিশন ও ফ্রিজ। এলাকার কয়েকজন ভেবে বসেন, ট্রলারে করে প্রবাসী লোকজন এসেছেন। করোনাভাইরাসের আতঙ্কে ট্রলারটি তীরে ভিড়তে দেননি এলাকাবাসী। উল্টো ইটপাটকেল মারেন।