![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/27/834c0cc4b30b7bba25753fb52956fee4-5e7de6abc4557.jpg?jadewits_media_id=1520978)
২১ দিন লকডাউনের পর কেমন দেখাবে মাধবনকে
প্রথম আলো
প্রকাশিত: ২৭ মার্চ ২০২০, ১৭:৪৪
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করেছে ভারত সরকার। ২১ দিন থাকতে হবে বাসায়। বলিউড তারকারা তাই অবরুদ্ধ। তাতে কী? তাঁরা কিন্তু ভক্তদের বিনোদন দিয়েই যাচ্ছেন। কেউ ঝাঁট দিচ্ছেন তো কেউ বাসনকোসন ধুচ্ছেন। কেউ দিচ্ছেন বউকে খুশি করার টিপস। আর তাতেই মাতোয়ারা ভক্তকুল। বড় পর্দা থেকে চোখ ফিরিয়ে ভক্তদের চোখ এখন টুইটার ইনস্টাগ্রামে। তারকাদের ঘরের খবর এখন সেখানেই পাওয়া যাচ্ছে। এদিকে বসে নেই নেটিজেনরাও।...