আপনি বিশ্বাস করেন অথবা না করেন, করোনাভাইরাসের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এটাকে কেউ কেউ পাগলের প্রলাপ-বৈকল্য হিসেবে অভিহিত করতে পারেন। বলতে দ্বিধা নেই, কোভিড-১৯ বিশ্ব অর্থনীতি ও স্বাস্থ্যসেবাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। যারা অর্থনীতি ও সামরিক ব্যবস্থায় সুপার পাওয়ার, তারাও অনেকটা অসহায়। হয়তো এটার কারণে বিশ্ব বেশ কয়েক বছর পিছিয়ে যাবে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতেও বেশ সময় লেগে যাবে। কিন্তু এই করোনাভাইরাস মাধ্যমে যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা ভয়াবহ ক্ষতির পাশাপাশি আমাদের সামনে সুযোগও এনে দিয়েছে নতুন করে দেশ গড়ার। সুযোগ এসেছে সব জাত-পাত, বর্ণ-ধর্মের ঊর্ধ্বে উঠে নতুন মানবিক পৃথিবী গড়ে তোলার। আমরা যদি করোনাভাইরাস আক্রমণ পরবর্তী পরিস্থিতি বিবেচনা করি, তাহলে স্পষ্টই দেখতে পাব কোন সুযোগগুলো আমাদের সামনে প্রতীয়মান। এক.মূলত করোনাভাইরাসের কারণেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। এই মুক্তির মাধ্যমে বাংলাদেশ হয়তো ফিরে পারে সুস্থ গণতান্ত্রিক চর্চার পথ। বাংলাদেশের দুই বড় দলের মধ্য বৈরিতা সবার অজানা বিষয় নয়। অথচ এই দুই নেত্রী যুগপৎভাবে এরশাদবিরোধী আন্দোলনে রাজপথে নেমেছিল। তাদের দুজনের ভূমিকা গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রগণ্য। একজন আরেকজনের আত্মীয়ের বিয়েতে উপস্থিত হয়ে একসঙ্গে ভোজন করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.