![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1/uploads/media/2020/03/27/7c2124b93dd673e9c5f4edfff33c2980-5e7d1cf3f1cfb.jpg?jadewits_media_id=661411)
বঙ্গবন্ধুর সমাজতান্ত্রিক বলিষ্ঠ কর্মসূচি অভিনন্দিত
১৯৭২ সালের ২৬ মার্চ ব্যাংক-বীমা ও বৃহৎ শিল্প জাতীয়করণের যে ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন তা দেশের রাজনৈতিক, ছাত্র, বাণিজ্য, শ্রমিক সংগঠনগুলো অভিনন্দিত করেছেন। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে ন্যাপ নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠার একটি প্রথম কার্যকরী পদক্ষেপ। এ প্রসঙ্গে তিনি বলেন, সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠার জন্য সরকার শেষ পর্যন্ত ব্যক্তিগত সম্পত্তির বিলোপ করবেন বলে তিনি আশা করেন।শ্রমিক অধিকার বিষয়ে১৯৭২ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, আমি খুব শিগগিরই শ্রমিক প্রতিনিধিদের একটি সভা করছি। সেই সভায় শ্রমিক সংক্রান্ত সরকারের নীতি এবং আমাদের বিপ্লবী নীতিগুলো বাস্তবায়িত করতে তাদের যে পূর্ণ সহযোগিতা লাগবে সে বিষয়ে আলোচনা করা হবে। এ ব্যাপারে পূর্ণ মতৈক্যে পৌঁছানোর পরে আমি আশা করবো যে শ্রমিক নেতারা আমার সরকার ও আমার সঙ্গে একযোগে কাজ করবেন এবং এই বিপ্লবী নীতিগুলো সরাসরি শিল্প এলাকায় কার্যকরী করবেন। তদুপরি শ্রমিকদের গুরুদায়িত্ব সম্পর্কে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।ছাত্রদের কর্তব্যবঙ্গবন্ধু বলেন, আমার ছাত্র ভাইয়েরা যারা মুক্তিসংগ্রামে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে তারা যেন আমাদের বিপ্লবের লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য তাদের কাজ করে যেতে থাকে। আমাদের শিক্ষাব্যবস্থায় বিপ্লব সাধনের উদ্দেশ্যে একটি পরিকল্পনা তৈরি নির্দেশসহ আমি একটি শিক্ষা কমিশন গঠন করতে চলেছি।