কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনা ছড়াতে পারে তাবিজ-কবজ-আংটি থেকেও

অনেকেই তাবিজ-কবচ, তাগা, কড়ি, শামুক, ঝিনুক ও গাছ-গাছালির শিকর-বাকর ইত্যাদি দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করেন এবং এটা বৈধ মনে করেন। এ সম্পর্কে কোন দলিল-প্রমাণ নেই, আছে কিছু মনগড়া কেচ্ছা-কাহিনি, অসংখ্য তদবিরের বানোয়াট বর্ণনা। করোনা থেকে বাঁচতে অনেকে আংটি, তাবিজ, কবচ ও অন্যান্য জড়-বস্তু শরীরে ঝুলিয়ে রাখেন। ফলে এর কোনো প্রভাব পরিলক্ষিত হয় না, গবেষণার দ্বারা তার ক্রিয়া প্রমাণিত হয় নাই। বরং আরো ক্ষতির সম্মুখীন হয় মানুষ। শুধুই সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দু’টি হাত খুব ভাল ভাবে ধুয়ে নিলেই হবে না, করোনা সংক্রমণের হাত থেকে বাড়ির লোকজনকে বাঁচাতে বাইরে থেকে এসে আমাদের আরও সতর্ক হতে হবে। একটা বিষয় ভেবে দেখার, গড়পড়তা বাঙালিরই হাতের আঙুলে থাকে এক বা একাধিক আংটি। কারও বিয়ে বা উপনয়নে পাওয়া। অনেকে আবার জ্যতিষীর পরামর্শে আংটিতে ধারণ করেন থাকে নানা রকমের রত্ন, মণিমাণিক্য। বিশেষজ্ঞরা বলছেন, আংটিগুলি এই সময় খুলে রাখলেই সবচেয়ে ভাল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন