
প্রজননকালে পানিতেই ঘর খুঁজে বেড়ায় ‘কই কার্প’
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৭ মার্চ ২০২০, ০০:০০
গত ১৮ ফেব্রুয়ারি প্রাতর্ভ্রমণে বেরিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ফেন্সি কার্প গার্ডেনের (রঙিন মাছ বেষ্টনী) সঙ্গে সড়ক ধরে হাঁটছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান। হঠাৎ মাছের পানি ঝাপটানোর শব্দে দৃষ্টি যায় ফেন্সি গার্ডেনের দিকে। দেখেন মাছগুলো লাফাচ্ছে। ভয় পেয়ে যান তিনি। অবাকও হন। তার পর মুঠোফোনে যোগাযোগ করেন উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে। ওই কর্মকর্তা দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে। মাছের আচরণ দেখে হেঁসে ওঠেন। জানান, প্রজননের সময় হয়েছে, তাই ঘর খুঁজছে রঙিন মাছগুলো। সঙ্গে সঙ্গে পাশের একটি জলাশয় থেকে কচুরিপানা সংগ্রহ…
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ